ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরের জাবালিয়া এলাকায় স্থল অভিযানের সময় একটি ট্যাংক বিস্ফোরণে নিহত হয়েছেন তিন ইসরায়েলি সেনা । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কর্মকর্তা।
হামাসের সামরিক শাখা ইয্জ আদ-দীন আল-কাসসাম ব্রিগেডস জানায়, গাজা অঞ্চলে সংঘর্ষ চলাকালে ওই ট্যাংকটিকে লক্ষ্য করে হামলা চালায় প্রতিরোধ বাহিনী, এতে প্রাণ হারান তিন সেনা।
নিহত সেনারা হলেন- স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০), সার্জেন্ট ইউলি ফাক্টর (১৯)। ৪০১তম ব্রিগেডের ৫২তম সাঁজোয়া কোর ব্যাটালিয়নের সদস্য ছিলেন তারা সবাই।
তবে এখনো বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ট্যাংকের ভেতরে একটি ‘গোলা’ অপারেশনাল দুর্ঘটনায় বিস্ফোরিত হয়েছিল। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের সম্ভাবনাও নাকচ করা হয়নি।
ঘটনাটি তদন্তাধীন বলে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮৯৩ জন ইসরায়েলি সেনা। অপরদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৮,৩৮৬ জন ফিলিস্তিনি ।
Leave a comment