পুলিশ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটককৃত রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ন পুর সরকার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (১৪ জুলাই) পুলিশের নিয়মিত চেক পোস্টে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে বগুড়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে কুকুরের সজোরে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা ছড়িয়ে ছিটিয়ে পড়ে মহাসড়কের ওপর। গাঁজা বহনকারী রিপন সরকারকে আটক করে উপস্থিত জনতা থানায় খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ রিপন ও পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে যায় থানায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, পুলিশের কাছে আটক রিপন সরকার স্বীকার করেছে গাঁজাগুলো সে ৩০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a comment