গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তরিকুল ইসলাম (৩৫) নামে এক পল্লিচিকিৎসককে প্রকাশ্যে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুক্রবার (২ মে) বিকেল চারটার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় এই অপহরণ সংঘটিত হয়। ঘটনার একদিন পেরিয়ে গেলেও শনিবার রাত পর্যন্ত অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন পল্লিচিকিৎসক হিসেবে পরিচিত এবং গ্রামের মধ্যে তাঁর একটি চেম্বার ও ওষুধের দোকান রয়েছে। এদিন বিকেলে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভাতগ্রাম বাজারে যাচ্ছিলেন। পথে হাতি চামটার ব্রিজে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তরিকুলকে টেনেহিঁচড়ে একটি অটোভ্যানে তুলছেন। তরিকুল প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও দুর্বৃত্তরা তাঁকে জোর করে ভ্যানে তোলে। তরিকুলের পাঞ্জাবি ছিঁড়ে যায়, আর তিনি আশপাশে থাকা লোকজনের কাছে সাহায্য চাইতে থাকেন। কিন্তু ভিডিওতে দেখা গেছে, আশপাশের কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। একজন চালক ভ্যানটি দ্রুত চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর তরিকুলের ছোট ভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে মিলন ও সুমন নামের দুজনকে নাম উল্লেখ করে এবং সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবেই তরিকুলকে অপহরণ করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানিয়েছেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি চলছে। পুলিশ ইতোমধ্যে অপহরণকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে এবং তরিকুলকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ঘটনার পেছনে টাকাপয়সা লেনদেন–সংক্রান্ত পুরোনো বিরোধ থাকতে পারে।
এদিকে প্রকাশ্যে দিনের আলোয় একজন পল্লিচিকিৎসককে এভাবে অপহরণ এবং চারপাশের মানুষের নির্লিপ্ততা স্থানীয় সমাজে নিরাপত্তাহীনতার গভীর উদ্বেগ তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জনসমক্ষে এমন অপরাধ সংঘটিত হলেও মানুষ কেন এগিয়ে এলো না, আর প্রশাসন কেন এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি।
চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও তরিকুল ইসলামের নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে এলাকাবাসী রোববার সকালে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে।
Leave a comment