গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। নিহতরা হলেন—গোলাম রব্বানী (৪৫) ও ছফুরা বেগম (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। উপজেলার ব্র্যাকমোড় এলাকায় সোমবার (৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা হলেন নিহত গোলাম রব্বানী এবং ছফুরা বেগম পীরগঞ্জ উপজেলার নিজকাবিলপুর গ্রামের জয়নাল প্রামানিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, গোলাম রব্বানী বিকেলে মোটরসাইকেল নিয়ে ব্র্যাকমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে জয়নাল প্রামানিক তাঁর স্ত্রী ছফুরা বেগমকে নিয়ে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মোটরসাইকেলের । এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম রব্বানী এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছফুরা বেগম।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু এ বিষয়েবলেন, ‘ব্র্যাকমোড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment