রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়া এলাকায় একটি ভবনের লিফটের খালি ফাঁকা জায়গা থেকে রাজন ইসলাম (২৫) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে খিলগাঁও থানা–পুলিশ এ মরদেহ উদ্ধার করে। রাজন পেশায় একজন নিরাপত্তারক্ষী ছিলেন এবং ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে দায়িত্ব পালন করতেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং লিফটের ফাঁকা জায়গায় মরদেহ ফেলে রেখে পালিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজনের পরিবার জানিয়েছে, তিনি ভোলা জেলার বাসিন্দা ছিলেন এবং ঢাকায় কর্মসূত্রে বসবাস করতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর তাঁর ভাই কামরুল ইসলাম খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কামরুল ইসলাম বলেন, রাজন যে নির্মাণাধীন ভবনে নিরাপত্তারক্ষীর চাকরি করতেন, সেই ভবনের সাথেই লাগোয়া একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঘটনার কয়েকদিন আগে মোল্লা আমিন নামের এক ব্যক্তি রাজনের কর্মস্থলে যান। এরপর দুজনের মুঠোফোন চুরি হয় বলে অভিযোগ ওঠে এবং এ ঘটনায় রাজনকে সন্দেহ করেন মোল্লা আমিন।
এই সন্দেহ থেকেই দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয় বলে দাবি করেছেন রাজনের ভাই। তিনি বলেন, তাঁর ভাইকে ফাঁসানো হতে পারে, এবং এ ঘটনার পর থেকেই তিনি আশঙ্কায় ছিলেন।
রাজনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং রাজনের সঙ্গে যাঁদের বিরোধ ছিল, তাঁদের সম্পর্কে তদন্ত চলছে।
নিহতের পরিবার দ্রুত বিচার এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে।
Leave a comment