চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশের খাদে পড়ে থাকা একটি টেম্পো উদ্ধারের সময় সেখান থেকেই উদ্ধার হলো এক যুবকের লাশ। বৃহস্পতিবার দুপুরে ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথমে খাদে একটি উল্টে থাকা টেম্পো দেখতে পান এবং পরে হাইওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে টেম্পোটি তুলতে গিয়ে নিচে চাপা পড়া অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পায়।
মরদেহের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, নিহত যুবকের নাম লিটন বড়ুয়া (৩৫)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মতুয়ার টিলা বড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং টেম্পোর চালক ছিলেন। পুলিশের ধারণা, ফটিকছড়ি থেকে নাজিরহাট যাওয়ার পথে কোনো একসময় টেম্পোটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা জানান, খাদটি বেশ গভীর ও জঙ্গলাকীর্ণ হওয়ায় প্রথমে শুধু টেম্পোটিই দেখা যাচ্ছিল। উদ্ধারকাজ শুরুর পর বোঝা যায়, দুর্ঘটনাটি আরও ভয়াবহ ছিল এবং চালক চাপা পড়ে ছিলেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, “আমরা পকেট থেকে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হই। পরিবারের সদস্যরা লাশের ময়নাতদন্ত চাননি। তাই তাদের অনুরোধে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক সময় বা কোনো প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সদস্যরা।
Leave a comment