ঢালিউডের খ্যাতনামা অভিনেতা সাদেক বাচ্চু অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে স্থায়ী ছাপ রেখেছিলেন। পাঁচ দশকের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রে মেধার স্বাক্ষর রেখে তিনি নব্বই দশকে ‘চাঁদনী’ সিনেমায় খল চরিত্রে আলোচিত হন। খল চরিত্রের জনপ্রিয়তা দর্শকের সঙ্গে তার সরাসরি সম্পর্কের গল্পও আছে।
সাদেক বাচ্চু একবার টেলিভিশন ধারাবাহিকে রাজাকারের ভূমিকায় অভিনয় করার পর বোনকে নিয়ে ট্রেনে যাওয়ার সময় দর্শকরা তাকে বাদামের খোসা ও পাথর ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। তিনি নিজেই বলেছিলেন, “দর্শক চরিত্রের সঙ্গে মেলান, তারপর বুঝতে পারে এটা অভিনয়।”
চাঁদপুরের সন্তান মাহবুব আহমেদ, বা সাদেক বাচ্চু, বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করলেও সিনেমায় খল চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নেন। ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’সহ বহু সিনেমা তার জনপ্রিয়তার প্রমাণ। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। আজ তার মৃত্যুবার্ষিকীতে ঢালিউড চলচ্চিত্রের প্রতি তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে।
Leave a comment