পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব, তবে তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
২০২৩ সালের ৯ মে দাঙ্গার ঘটনায় সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কে দায়ী করা হয়। দাঙ্গার সূত্রপাত হয় দুর্নীতির মামলায় ইমরান খানের গ্রেপ্তারের পর।
জিও নিউজের ‘জিগরা’ নামের এক টক শোতে রানা সানাউল্লাহ বলেন, “ইমরান খান রাজনৈতিক অচলাবস্থা তৈরি করেছিলেন এবং ভেবেছিলেন বিপ্লব ঘটাতে পারবেন। কিন্তু রাজনৈতিক সংগ্রাম ছাড়া কোনো বিজয় সম্ভব নয়।”
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান ৯ মের ঘটনার জন্য ক্ষমা চাইলে আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে। এর আগেও রানা সানাউল্লাহ বলেছিলেন, আদালত যদি ইমরান খানকে মুক্তি দেন, তাহলে সরকার তাঁর মুক্তিতে বাধা দেবে না।
একাধিক দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ইমরান খান এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তাঁর দল পিটিআই এবং সমর্থকেরা মনে করছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে কারাগারে রাখা হয়েছে।
পিটিআই নেতারা এখনো সরকারের এই শর্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খান আপসের পথ বেছে নেবেন না। তিনি বরং নিজের অবস্থান আরও কঠোর করতে পারেন, যা পাকিস্তানের রাজনীতিতে আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে।
Leave a comment