বলিউড তারকা অক্ষয় কুমার জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করছেন । ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং শুরুর পর হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এই মামলা করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে , পরেশ রাওয়ালকে, অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে । অভিযোগে বলা হয়েছে, পেশাগতভাবে দায়িত্বহীন আচরণ করেছেন তিনি এবং প্রযোজকের আর্থিক ক্ষতি করেছেন।
এপ্রিল মাসে অক্ষয়, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল এই তিনজনকে নিয়ে বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় হেরা ফেরি থ্রির শুটিং শুরু হয়েছিল । পরেশ রাওয়াল নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়ে দেন তিনি সিনেমায় কাজ করছেন। এমনকি একটি টিজারও শুট করেছিলেন। কিন্তু সম্প্রতি এই সিনেমায় থাকছেন না বলে তিনি জানান। তবে সিনেমায় না থাকার কোনো নির্দিষ্ট কারণ অভিনেতা জানাননি। কেবল সিনেমা না করার বিষয়টি ভক্তদের জানিয়েছেন।
প্রসঙ্গত, অক্ষয় কুমারের ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার তিনি কোনো সহকর্মী অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন। আগেও পরেশ রাওয়ালের এমন আচরণের নজির আছে। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড টু’ না করে দেন। এমনকি ২০০৯ সালে শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকেও সরে দাঁড়ান।
এই খবর ‘হেরা ফেরি’ সিরিজের কোটি ভক্তের জন্য হতাশাজনক। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের বহু সংলাপ মিম হয়ে জনপ্রিয় হয়েছে। ভক্তরা পরেশ রাওয়ালের আচরণকে ভালোভাবে নিচ্ছেন না।
Leave a comment