কৃষক সেজে পাওয়ার টিলারের চালকের সিটের নীচে অভিনব কায়দায় ৩৬৫ বোতল ফেনসিডিল পাচারকালে দুই ভাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আটক করেছে ।
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় রোববার (১১ মে) বিকেলে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে মুক্তারুল ইসলাম (২৭) ও শহীদুল ইসলাম (২৫)।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আলমগীর হোসেন জানান, কৃষক সেজে মাদক ব্যবসায়ী দুই ভাই পাওয়ার টিলারে করে ফেনসিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে নাটোরের সিংড়ার শেরকোলে পৌঁছায়।
এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা দল পাওয়ার টিলারটি থামিয়ে চালকের সিটের নীচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে মামলা করে সিংড়া থানায় হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
Leave a comment