Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

Share
Share

কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরূপদহ পালপাড়ার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্গাপূজার আগে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে পোড়াদহ ইউনিয়নের রক্ষাকালী মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মন্দিরের সিসি ক্যামেরার তারও ছিঁড়ে ফেলে।

ঘটনার পর রাতেই কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। দুর্গাপূজা উপলক্ষে মাটির কাজ শেষ হয়ে সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লোডশেডিং ও বৃষ্টির সুযোগে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। তিনি বলেন, “আমরা এসে দেখি কার্তিক-সরস্বতীসহ একাধিক প্রতিমা ভাঙা। সামনে দুর্গাপূজা, এ ঘটনা আমাদের জন্য বড় আঘাত।”

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। তিনি জানান, “সেখানে সিসি ক্যামেরা ছিল, সেটিও নষ্ট করে দেওয়া হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, মন্দির কমিটি তা নির্দিষ্টভাবে বলতে পারছে না।”

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, “রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।” স্থানীয়রা জানিয়েছেন, দুর্গাপূজার এক মাসেরও কম সময় আগে এ ধরনের ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ

ব্রিটেনের রাজধানী লন্ডনের মধ্যাঞ্চলে অভিবাসনবিরোধী এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ মিছিলের নেতৃত্ব দেন বিতর্কিত...

জাকসু নির্বাচনে নজির: একসঙ্গে জয়ী স্বামী-স্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে একই সঙ্গে জয়ী হয়ে নজির গড়েছেন এক দম্পতি। শিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা...

Related Articles

‘ধর্ষণের পর’ হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে...

১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় ১৯ বছর পর রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র...

জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের

জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে হলে জুলাই জাতীয় সনদ মেনে চলা...

জুলাই সনদের বাস্তবায়নে আদালতের মতামতের প্রস্তাব বিএনপির 

বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব করেছে। দলের...