কুষ্টিয়ায় তুচ্ছ পারিবারিক বিরোধ রূপ নিল প্রাণঘাতী সংঘর্ষে। রসুনক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ইসলাম স্থানীয় নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হাফিজুল ইসলামের মুরগি তার চাচাতো ভাই মহিরের রসুনক্ষেতে ঢুকে পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ধস্তাধস্তির সময় মহির হঠাৎ বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন,“নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।”
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান,“পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।” তিনি আরও বলেন, নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
Leave a comment