খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবারও ক্যাম্পাসে বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় দুর্বার বাংলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান। কর্মসূচি শেষে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।
কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে বুধবার রাতে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় গঠিত সিন্ডিকেট সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a comment