পারিবারিক কলহের জেরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিষপানে মা ও মেয়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ, বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। এর আগে, উপজেলার রামপুর গ্রামে সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই স্বামী মীর হোসেন পালিয়ে যান।
নিহতরা হলেন- জাহেদা আক্তার (৩৫) এবং তার কন্যা মিশু আক্তার (১৪)। বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন তারা । ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী ও মেয়ে তারা।
বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক জানান, বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরে বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে বসবাস শুরু করেন। ধারণা করা হচ্ছে, চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে তার স্ত্রী ও কন্যা বিষপানে আত্মহত্যা করেছেন।
তিনি আরো জানান, ঘটনার পরপরই পালিয়ে যান মীর হোসেন। পুলিশ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে।
Leave a comment