Home জাতীয় অপরাধ কুমিল্লায় ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির কার্যালয়ে হামলা
অপরাধ

কুমিল্লায় ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির কার্যালয়ে হামলা

Share
Share

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে ব্যানারে নেতার ছবি না থাকা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার কাদৈর বাজারে ইউনিয়ন বিএনপির একাংশের কার্যালয়ে সভা শুরুর আগেই প্রতিপক্ষের নেতা-কর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সভাস্থলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকলেও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে।

হামলার শিকার পক্ষটি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কাদের চৌধুরীর অনুসারী। অপরপক্ষের অভিযোগকারীরা কামরুল হুদার অনুসারী। উভয় নেতাই কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।

সভায় উপস্থিত থাকা শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জানান, কামরুল হুদার অনুসারী আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ও সদস্যসচিব আবদুল মতিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। বাধা দিতে গেলে তাকে ও অপর নেতা বাচ্চুকে লাঞ্ছিত করা হয় বলেও দাবি করেন তিনি।

তবে অভিযুক্ত পক্ষের নেতা আবদুল মতিন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ওই সভার আয়োজকরা প্রকৃতপক্ষে বিএনপির কেউ নয়। আওয়ামী লীগপন্থীরা ব্যানারে জিয়াউর রহমানদের ছবি লাগিয়ে নিজেদের প্রোগ্রাম করতে চেয়েছিল। আমরা কোনো হামলা করিনি, শুধু ব্যানারটি খুলে দিয়েছি।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন জানান, শনিবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ পর্যন্ত গোলাম কাদেরপন্থী নেতাকর্মীদের সভাটি পণ্ড হয়ে যায়। স্থানীয় পর্যায়ে এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও মনোনয়নপ্রত্যাশীদের দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাদে চাপা পড়া টেম্পো তুলতেই মিলল চালকের লাশ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশের খাদে পড়ে থাকা একটি টেম্পো উদ্ধারের সময় সেখান থেকেই উদ্ধার হলো এক যুবকের লাশ। বৃহস্পতিবার দুপুরে ধলই ইউনিয়নের এনায়েতপুর...

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

রাজধানীর উত্তরা য় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় মৃত্যু হয়েছে দগ্ধ আরেক শিক্ষার্থীর। শিশুটির নাম...

Related Articles

গোপালগঞ্জ সহিংসতা: ৪ মামলায় অজ্ঞাতপরিচয়ে আসামি প্রায় ৬ হাজার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গত বুধবারের সহিংসতা ও প্রাণহানির ঘটনায়...

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছ ৭২ জন

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতা,...

জয় বাংলা স্লোগানে ভিডিও, চট্টগ্রামে ১২ তরুণ আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টিকটকের ভিডিও ধারণ করতে...

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা, চারজন গ্রেপ্তার: র‍্যাব

রাজধানীতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার...