কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় নিজ বাসার বাথরুম থেকে মাওলানা লুৎফুর রহমান (৬৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁর মরদেহ পাওয়া যায়। তিনি আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও শহরের বটতলা কাছারি জামে মসজিদের খতিব ছিলেন।
পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, দুপুরে গোসলের জন্য বাথরুমে যান লুৎফুর রহমান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও না বের হওয়ায় তাঁর স্ত্রী সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা ছুরি ছিল।
মনতোষ বিশ্বাস বলেন, পরিবার জানিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রধান মাওলানা শাব্বির আহমেদ বলেন, কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। হয়তো এ কারণেই বাথরুমে এ ঘটনা ঘটেছে।
পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে, এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment