কিশোরগঞ্জ সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে মো. সুমন মিয়া নামে এক কৃষকের ।
উপজেলার যশোদল গোয়ালাপাড়া গ্রামে বুধবার (১৬ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার গোয়ালাপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
জানা গেছে, সুমন মিয়া সকালে বাড়ির পাশের খালের পানিতে মাছ ধরতে গেলে সেখানে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে সুমন । তারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। সুমন মিয়ার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী বলেন, মারা গেছে শুনেছি- আমি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a comment