
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া পাঁচ দফা পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে। এরই অংশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। তাঁদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে, এমনকি মেডিকেল ভিসাধারীরাও এর আওতায় পড়ছেন।
আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, “পেহেলগামের নৃশংস হামলার জেরে নেওয়া জাতীয় নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত অনুসারে, পাকিস্তানের সব নাগরিকের ভিসা অবিলম্বে বাতিল করা হয়েছে।” আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে এসব ভিসা আর কার্যকর থাকবে না।
তবে বিশেষ বিবেচনায় দেওয়া মেডিকেল ভিসার মেয়াদ মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতের অভ্যন্তরে বর্তমানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নিজ নিজ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশত্যাগ করতে হবে—এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া ভারত সরকার নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ থেকে বিরত থাকতে কঠোরভাবে পরামর্শ দিয়েছে। ইতিমধ্যে যারা পাকিস্তানে অবস্থান করছেন, তাঁদের দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে এই সিদ্ধান্তগুলো। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত যেভাবে দ্রুত ও কড়াকড়িভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, তা ভবিষ্যতের কূটনৈতিক পরিস্থিতির ওপরও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার সন্ধ্যায় সশস্ত্র হামলায় প্রাণ হারান ২৬ জন ভারতীয় পর্যটক। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে এবং তাৎক্ষণিকভাবে পাঁচটি কঠোর প্রতিক্রিয়া গ্রহণের ঘোষণা দেয়। এর মধ্যে সীমান্ত বন্ধ, হাইকমিশন স্টাফ কমানো এবং পানি চুক্তি স্থগিতের পাশাপাশি ভিসা বাতিল ও বহিষ্কারের বিষয়টিও এখন বাস্তবায়িত হলো।
Leave a comment