ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে । মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার (৭ মে) সকাল পর্যন্ত দু’দেশের মধ্যে গোলাগুলি ও পাল্টা হামলার ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি ও রয়টার্স এর মতে, ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানি বাহিনীর গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একইসঙ্গে ভারতও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
এর আগে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের একটি ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে। পাকিস্তানের সরকারি টিভি পিটিভি এবং সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, এলওসি’র দুদনিয়াল সেক্টরে একটি ভারতীয় চৌকিতেও মিসাইল হামলা চালানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাল্টা প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একটি রাফায়েল ও একটি এসইউ-৩০ বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্টের সীমান্ত সংলগ্ন এলাকায় এবং আরও একটি রাফায়েল যুদ্ধবিমান পুলওয়ামার আওয়ান্টিপোরার কাছে গুলি করে ভূপাতিত করা হয়েছে ।তিনি আরও বলেছেন, পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।
তবে এসব দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করা হলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলা নিক্ষেপ করেছে জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে। এর জবাবে ধাপে ধাপে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে ভারতীয় বাহিনী।
এদিকে, রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর গুলিতে জম্মু-কাশ্মীরে দুই নারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যদিকে পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতীয় হামলায় তাদের অন্তত ৮ জন নিহত হয়েছে এবং ১২ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদ—এই তিনটি বেসামরিক এলাকা।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতীয় হামলার প্রতিক্রিয়ায় বলেন, এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তানের জাতি একতাবদ্ধ, এবং শত্রুর কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
Leave a comment