
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের নির্ধারিত ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে কাশ্মীরকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ফের চরম অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে পাকিস্তান বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে ইসলামাবাদ, পাশাপাশি নিজেদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ ঘোষণা করেছে তারা। এমনকি দ্বিপাক্ষিক বাণিজ্যও স্থগিত করা হয়েছে।
এই প্রেক্ষাপটে নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় ইসাক দারের সফরটি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি এবং কূটনৈতিক টানাপোড়েনের কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকেও পাল্টা পদক্ষেপ হিসেবে সব ধরনের ভিসা কার্যক্রম পাকিস্তানি নাগরিকদের জন্য স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপগুলোর ফলে তা আবারও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইসাক দারের ঢাকা সফর স্থগিত হওয়া শুধু ভারত-পাকিস্তান নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।
 
                                                                         
                                                                         
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment