Home রাজনীতি আওয়ামী লীগ কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পলক
আওয়ামী লীগরাজনীতি

কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পলক

Share
Share

জুনাইদ আহমেদ পলক(আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী) তার রিমান্ড শুনানিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সোমবার (২৪ মার্চ) পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে খোশমেজাজে দেখা যায় তাকে। রিমান্ড শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, এ নিয়ে তার মক্কেলের মোট ৬২ দিনের রিমান্ড মঞ্জুর হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের ৯ দিন পর গ্রেফতার হন পলক। এরপর তাকে অনেকবার ঢাকার বিচারিক আদালতে হাজির করা হয়। বেশির ভাগ সময় তাকে বিমর্ষ দেখা গেলেও আজ ছিল ব্যতিক্রম।

ফারজানা ইয়াসমিন আরও বলেন,  “আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেছেন। মা–বাবা কেমন আছেন তা পলক জানতে চেয়েছেন। কারাগারে তার মক্কেল পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে পারেন না। আসন্ন ঈদুল ফিতরের আগে আর হয়তো তাকে আদালতে আনা হবে না। এ জন্য তিনি তার পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে আদালতকক্ষে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি”।

 

জানা যায় যে, আদালতের কাঠগড়ায় তোলার পরপরই পলক হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে থাকেন সবার সঙ্গে। রিমান্ড শুনানি শেষ হলে তিনি তার আইনজীবীর সঙ্গে হাসিমুখে কথা বলেন। একপর্যায়ে পলক তার আইনজীবীকে ঈদের শুভেচ্ছা জানান। পরে তিনি আদালত কক্ষে উপস্থিত সবার উদ্দেশে বলতে থাকেন, ‘ঈদ মোবারক।’

রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে ওবায়দুল নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় পলকের নাম রয়েছে।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, জুনাইদ আহ্‌মেদ পলক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম সহযোগী। জুলাই-আগস্টে দুই হাজার নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে আসামি পলক জড়িত। তবে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড আবেদন বাতিল চান। তিনি তার মক্কেলের জামিনের আবেদন জানান।

উভয় পক্ষের শুনানি নিয়ে পলককে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ধ্বংসের মহামারি: আরব বিশ্ব কেন নীরব?

গাজায় এখন কেবল আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপ আর আর্তনাদের প্রতিধ্বনি। প্রতিদিন হাজার হাজার বোমার আঘাতে বিধ্বস্ত হচ্ছে শহর, ঝরছে নিরীহ প্রাণ। শিশুদের খেলার...

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা, পালানোর সময় ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় এক মর্মান্তিক পারিবারিক সংঘর্ষের ঘটনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন, আর পালানোর সময় মাঠে পড়ে গিয়ে মারা গেছেন সেই ছেলে। রবিবার...

Related Articles

গুজব নাকি সত্য? মারা গেছেন শেখ হাসিনা

সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক...

সিলেটে ছাত্রলীগের ফেরার আশঙ্কায় যুবদলের সক্রিয়তা

সিলেটে গত কয়েকদিন ধরে রাতের সময় ছাত্রলীগের কর্মীদের ছোটখাটো ঝটিকা মিছিল ও...

দশটি ফেরাউন কে একত্র করলেও হাসিনার মতো দুর্ধর্ষ হতে পারবে না – হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার...

আমি কোনো রাজনীতিতে নেই : সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাংলাদেশের বর্তমান...