Home জাতীয় অপরাধ কল্পনা চাকমার অপহরণের বিচার দাবিতে ফেরার পথে হামলার অভিযোগ
অপরাধ

কল্পনা চাকমার অপহরণের বিচার দাবিতে ফেরার পথে হামলার অভিযোগ

Share
Share

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণের ২৯ বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভা শেষে ফেরার পথে কয়েকজন অংশগ্রহণকারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শুক্রবার পাঠানো এক যৌথ বিবৃতিতে কমিটির পক্ষে এই নিন্দা জানান অধ্যাপক আনু মুহাম্মদ, চিকিৎসক হারুন-অর-রশীদ, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা ও নারীনেত্রী সীমা দত্ত।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে কল্পনা চাকমার অপহরণের প্রতিবাদে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মার্জিয়া প্রভা ও ইউল্যাবের শিক্ষক অলিউর রহমান সান।

আলোচনা শেষে চট্টগ্রামে ফেরার পথে তাঁদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ করেন কমিটির নেতারা। একইসঙ্গে সভাস্থলে আসা বিভিন্ন এলাকার যাত্রীবাহী বাসের বাঙালি চালকদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগও উত্থাপন করা হয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় বিবৃতিতে।

গণতান্ত্রিক অধিকার কমিটি বিবৃতিতে উল্লেখ করে, ১৯৯৬ সালের ১১ জুন কল্পনা চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণের পর এত বছরের মধ্যেও তাঁর কোনো খোঁজ মেলেনি এবং মামলার বিচারকাজ এগোয়নি। এর মধ্য দিয়ে রাষ্ট্রের উদাসীনতা ও মানবাধিকারবিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ও বিচারহীনতার সংস্কৃতি দেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে বড় বাধা।

সম্প্রতি ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি মিছিলে হামলার ঘটনাতেও বিচার না হওয়ায় গভীর উদ্বেগ জানায় কমিটি। তারা মনে করে, রাষ্ট্রের নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব অগণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করছে। বারবার নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সংঘবদ্ধ আক্রমণ চালিয়ে গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করা হচ্ছে।

সব খুন, গুম ও অপহরণের সুষ্ঠু বিচার দাবি করে গণতান্ত্রিক অধিকার কমিটি বিবৃতির শেষাংশে দেশের সব জনগোষ্ঠীর নাগরিক অধিকার রক্ষায় সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে...

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩

গাজীপুরে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর বাসন...

Related Articles

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার...

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, নেপথ্যে সমকামিতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত...

হত্যা ও নির্বাচন মামলায় আনিসুল ও হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন...