Home জাতীয় অপরাধ কলাপাড়ায় বাড়িতে ডাকাতির সময় নববধূকে দলবদ্ধ ধর্ষণ
অপরাধ

কলাপাড়ায় বাড়িতে ডাকাতির সময় নববধূকে দলবদ্ধ ধর্ষণ

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে ডাকাতির সময় এক নববধূকে চারজন ডাকাত দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পাশাপাশি এ পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল একতলা বাড়িটির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরের সব সদস্যদের হাত-পা, মুখ ও চোখ বেঁধে একটি কক্ষে জিম্মি করে রাখা হয়। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আলমারি ও শোকেস খুলে ১৩ ভরি স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকা লুট করে নেয়। ওই সময় নববধূকে আলাদা একটি কক্ষে নিয়ে গিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করে।

সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির প্রতিটি কক্ষ তছনছ করা। আলমারি, শোকেস, ফার্নিচার ও গৃহস্থালির সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ভীতসন্ত্রস্ত পরিবারের সদস্যরা কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও পারছিলেন না।

ঘটনার পরপরই পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে জানান, নববধূকে পটুয়াখালীতে এনে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে। ঘটনায় শাকিল ও রাসেল নামের সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: শফিকুর রহমান

ব্যক্তি বা দলের সমালোচনা যুক্তি ও তথ্যের ভিত্তিতে হওয়া উচিত, অন্যথায় তা নিন্দনীয় চরিত্রহননের শামিল—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি...

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসে সুনির্দিষ্ট চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে রাষ্ট্রীয় পর্যায়ে সুনির্দিষ্ট চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, বিএনপির ওপর...

Related Articles

জুলাই গণহত্যার বিচার বর্তমান সরকারের সময়েই সম্পন্ন হবে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নারায়ণগঞ্জে সংঘটিত জুলাই...

পানির লাইনে দাঁড়ানো অবস্থায় ৬ শিশুকে হত্যা করল ইসরায়েল

গাজার কেন্দ্রীয় অংশে পানির জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় ৬...

টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিত

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের নামে দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম...

স্বামীকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখলেন স্ত্রী

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে স্বামীকে হত্যা করে মরদেহ বাড়ির উঠানে পুঁতে...