২৩ মামলার পলাতক আসামি এবং স্বঘোষিত সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল আবছারকে একটি বিদেশি পিস্তলসহ কক্সবাজার শহর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আবছার ওরফে আবছার (২৯) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা মোহাম্মদ রশিদ ওরফে রশিদ ড্রাইভারের ছেলে।
র্যাবের তথ্যমতে, দীর্ঘদিন ধরে নিজ নামে একটি সন্ত্রাসী গ্রুপ গঠন করে এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন আবছার । খুন, ধর্ষণ, অস্ত্রধারণ, ডাকাতিসহ নানা গুরুতর অভিযোগে ২৩টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
আ. ম. ফারুক আরও জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দক্ষিণ রুমালিয়ারছড়ায় অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আবছার ।
তবে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হন। গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ধারালো ছোরা এবং দুটি ব্ল্যাংক চেক। গ্রেফতারকৃত আবছারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a comment