১৭৬৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত ঔপনিবেশিক শাসনে ব্রিটেন ভারতীয় উপমহাদেশ থেকে প্রায় ৬৪.৮২ ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ লুট করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অধিকার সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল। “টেকার্স, নট মেকার্স” শীর্ষক বৈষম্যবিষয়ক এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, লুট করা এই বিপুল সম্পদের প্রায় ৩৩.৮ ট্রিলিয়ন ডলার ভোগ-দখল করেছেন ব্রিটেনের শীর্ষ ১০ শতাংশ ধনী ব্যক্তি। এই সম্পদের পরিমাণ এত বেশি যে ৫০ পাউন্ডের নোট দিয়ে লন্ডন শহরকে চারবার মোড়ানো সম্ভব।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঔপনিবেশিক শাসনের সময় শুরু হওয়া অর্থনৈতিক বৈষম্য ও সম্পদ লুটপাট আধুনিক যুগেও বহুজাতিক কোম্পানির মাধ্যমে প্রবাহিত হচ্ছে। উপনিবেশবাদ যে বৈষম্যের বীজ বপন করেছিল, তা আজও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় গভীর প্রভাব ফেলছে।
এই প্রতিবেদন আধুনিক অর্থনীতি এবং ইতিহাসে ঔপনিবেশিক শাসনের গভীর ক্ষতিকর প্রভাবকে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
Leave a comment