যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের জর্জটাউনে টেসলার একটি ডিলারশিপের সামনে ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) শতাধিক বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে নিয়ে গান গেয়ে এবং স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীদের মূল ক্ষোভের কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপ, যেখানে ফেডারেল প্রতিষ্ঠানের হাজারো কর্মী ছাঁটাই করা হয়েছে। সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) গঠন করেছে, যার নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক।
মাস্কের নেতৃত্বে ডিওজিই ইতোমধ্যে এক লাখের বেশি ফেডারেল কর্মী ছাঁটাই করেছে। যুক্তরাষ্ট্রে প্রায় ২০ লাখ বেসামরিক ফেডারেল কর্মী রয়েছে, যার একটি বিশাল অংশ এই ছাঁটাইয়ের আশঙ্কায় রয়েছে। এছাড়া, ডিওজিই বিদেশে ত্রাণ সহায়তা বন্ধ করে দিয়েছে এবং কয়েক হাজার সরকারি প্রকল্প ও চুক্তি বাতিল করেছে।
টেসলার ডিলারশিপের সামনে বিক্ষোভে অংশ নেওয়া মেলিসা নটসন বলেন, আমরা আনন্দের সঙ্গে রাস্তায় নেমেছি এবং সবাইকে দেখাতে চাই যে তাঁরা একা নন।
শুধু ওয়াশিংটনেই নয়, লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ট্রাম্প প্রশাসনে মাস্কের বাড়তি ক্ষমতা এবং তার গৃহীত নীতির কারণে দেশজুড়ে অসন্তোষ বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।
Leave a comment