Home জাতীয় অপরাধ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীর সোনা লুট করলো পুলিশ
অপরাধ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীর সোনা লুট করলো পুলিশ

Share
Share

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যৌথ বাহিনীর পরিচয়ে একটি কালো মাইক্রোবাস থামিয়ে ৭০ ভরি সোনা লুটে নেওয়ার ঘটনায় পুলিশের চার সদস্য জড়িত ছিলেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আট মাস আগের এই ঘটনায় ডিবি পুলিশ ইতিমধ্যে কুমিল্লা জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) রিপন সরকার, কনস্টেবল মিজানুর রহমান, কনস্টেবল আবু বকর এবং অভিযানে ব্যবহৃত মাইক্রোবাসের চালক আবদুস সালামকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম নামের এক স্বর্ণ ব্যবসায়ী ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। সঙ্গে ছিলেন তাঁর খালা ও খালাতো বোন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উবারের একটি প্রাইভেট কারে করে তাঁরা পুরান ঢাকার উদ্দেশে রওনা দেন। গন্তব্যে পৌঁছানোর আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল পার হওয়ার কিছুক্ষণ পর তাঁদের গাড়ির সামনে একটি কালো মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাসে থাকা চার ব্যক্তি নিজেদের যৌথ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাইফুলকে হাতকড়া পরিয়ে তাঁদের গাড়িতে তুলে নেন। এরপর সাইফুল ও তাঁর স্বজনদের মারধর করে সব স্বর্ণালংকার ও মালামাল লুটে নেওয়া হয়। হুমকি দেওয়া হয় মাদক মামলায় ফাঁসানো ও গুলি করে হত্যার। পরে তাঁদের ৩০০ ফিট এলাকায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি সাহস করে মামলাটি দায়ের করেন সাইফুল ইসলাম। এরপরই তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইরফান খান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কনস্টেবল মিজানুর ও চালক আবদুস সালামকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর মিজানুর ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে এসআই রিপন সরকারের নাম জানান। তাঁর স্বীকারোক্তিতে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, এখনও পলাতক রয়েছেন মামলার আরেক অভিযুক্ত কনস্টেবল হানিফ। তাঁকে ধরতে অভিযান চলছে। সোনা লুটের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। পুলিশ সদস্যদের এমন ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও মানবাধিকার সংগঠনগুলো।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। মামলাটি বর্তমানে আদালতের অধীন এবং তদন্ত চলমান রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরোনো বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত বিশেষ ‘এয়ার শো’ দেখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। উৎসবমুখর পরিবেশে...

বিজয় দিবসকে ঘিরে দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং বিজয় দিবস উপলক্ষে আয়োজিত...

Related Articles

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী...

হাদি হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মায়ের চাঞ্চল্যকর জবানবন্দি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নতুন...

মালয়েশিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত নাটোরের কবির হোসেন

পরিবারের দারিদ্র্য দূর করে স্বচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে সাত বছর আগে মালয়েশিয়ায়...

সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার হচ্ছে ওসমান হাদির, পরিবারের সম্মতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির...