Home আন্তর্জাতিক এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা
আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা

Share
Share

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য দেশটিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। এ নিয়ে বিগত কয়েক দিনে উন্নত সাত দেশের জোট জি-৭-এর তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলল।

বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার।

কানাডার প্রেসিডেন্ট জানান, তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের ওপর নির্ভর করবে। সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এ ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে।

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

ফ্রান্স ও যুক্তরাজ্যের ঘোষণার পর থেকেই চাপ বাড়ছিল মার্ক কার্নির ওপর। এরই মধ্যে গত মঙ্গলবার তাঁকে উদ্দেশ করে একটি চিঠি লেখেন কানাডার প্রায় ২০০ জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। তাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিজে বাল্কহেডের ধাক্কা, চালকের মাথা বিচ্ছিন্ন

পটুয়াখালীর বাউফলে ব্রিজের নীচ দিয়ে বাল্কহেড নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে চালকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার...

আজ ৩০ জুলাই ২০২৫ ইং, ইতিহাসের এই দিনে কি ঘটেছিল

সময় হারিয়ে যায় কালের গহ্বরে। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে...

Related Articles

ভারতে বাংলাভাষীদের ওপর হেনস্তা প্রসঙ্গে সরব অমর্ত্য সেন

ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ...

অপুষ্টি-দুর্ভিক্ষে মৃতপ্রায় গাজার শিশুরা

গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে পাঁচ দিন কাটিয়ে ফিরে সাংবাদিকেরা যা...

ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের, ‘নরম সুরে’ প্রতিক্রিয়া জানালেন নয়াদিল্লি

বুধবার (৩০ জুলাই) ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন...

আজ ৩১ জুলাই: ইতিহাসে কী ঘটেছিল এই দিনে

বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলোই ইতিহাসের পাতায় স্থান...