গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলা ও উত্তেজনার ঘটনায় জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।
শহরের পৌর পার্কে বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। দায়িত্বপ্রাপ্ত এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা যায়, সমাবেশ শেষ হওয়ার পরপরই ২০০ থেকে ৩০০ জন লাঠিসোঁটা হাতে সেখানে হাজির হয় এবং এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে। চারপাশ থেকে হামলার চেষ্টা করা হলে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ সময় এনসিপির নেতাকর্মীরা গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের।
পূর্ব সতর্কতার অংশ হিসেবে সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল । জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঐ এলাকায় নিষিদ্ধ থাকবে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।
Leave a comment