এক দফা আন্দোলনের প্রকৃত ঘোষক কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দল নয়—এটি এসেছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। রোববার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আজ ঐতিহাসিক ৩ আগস্ট। এক বছর আগে আজকের এই দিনে শহীদ মিনারেই দেশের নানা শ্রেণি-পেশার মানুষ একত্র হয়েছিল। এখান থেকেই এক দফা আন্দোলনের ডাক এসেছিল। কাজেই এর একমাত্র ঘোষক এবং মালিক হলো দেশের জনগণ।” সমাবেশে নাহিদ ইসলাম, সংবিধান সংস্কার এবং দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের দাবি তুলে ধরে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন।
Leave a comment