Home বিনোদন একাধিক কনসার্ট বাতিল, অনিশ্চয়তায় শাকিরার বিশ্ব সফর
বিনোদন

একাধিক কনসার্ট বাতিল, অনিশ্চয়তায় শাকিরার বিশ্ব সফর

Share
Share

২০২৫ সাল যেন কলম্বিয়ান পপ তারকা শাকিরার জন্য এক দুঃস্বপ্নের বছর হয়ে উঠেছে। বছরের শুরু থেকে একের পর এক কনসার্ট বাতিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও শারীরিক ঝুঁকির মধ্য দিয়ে কাটছে তাঁর বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুর। সর্বশেষ বোস্টন ও ওয়াশিংটন ডিসিতে তাঁর দুটি বড় কনসার্ট বাতিল হয়েছে। এর আগে পেরুতে পেটের সমস্যা ও কানাডার মঞ্চে পড়ে যাওয়ার মতো ঘটনা শাকিরার সফরকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

চলতি বছরের এপ্রিলে বহু প্রতীক্ষিত বিশ্ব ভ্রমণ শুরু করেন শাকিরা। ইউরোপজুড়ে শুরুতেই ব্যাপক সাড়া ফেলেন তিনি। প্যারিস ও বার্সেলোনার মতো শহরে সফলভাবে পারফর্ম করার পর গত সপ্তাহে কানাডার মন্ট্রিয়লে গাইছিলেন তিনি। কিন্তু সেই শোতেই মঞ্চে হোঁচট খেয়ে পড়ে যান শাকিরা। যদিও দ্রুত উঠে দাঁড়িয়ে গান চালিয়ে যান, এতে তাঁর পেশাদারিত্বের প্রশংসা করেন ভক্তরা।

কিন্তু এই ঘটনার কিছুদিনের মধ্যেই আসে দুঃসংবাদ। নিরাপত্তাজনিত জটিলতায় ২৯ মে বোস্টনের ফেনওয়ে পার্কে অনুষ্ঠিতব্য কনসার্ট বাতিল করা হয়। ঠিক তার দুই দিন পর, ৩১ মে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্কেও বাতিল করা হয় আরেকটি শো। যদিও ডিসির কনসার্ট বাতিলের কারণ ছিল প্রোডাকশন টিমের সময়মতো না পৌঁছানো। আয়োজকেরা জানিয়েছেন, ‘সব রকম চেষ্টা সত্ত্বেও’ শোটি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আয়োজন করা সম্ভব হয়নি।

শাকিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে লেখেন, “দারুণ একটি মুহূর্তে আপনাদের সঙ্গে না থাকতে পারাটা সত্যিই আমার জন্য কষ্টের। তবে আমি কথা দিচ্ছি, শিগগিরই ফিরে আসব।” তিনি আরও বলেন, “এই পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। এবারের মতো শো দুটি করা সম্ভব নয়।”

বাতিল হওয়া দুটি কনসার্টের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। ফলে ভক্তদের হতাশা ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ জানিয়েছেন, তাঁরা কেবল শাকিরার শো দেখতে অন্য শহর থেকে সেখানে গিয়েছিলেন। একজন ভক্ত এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “এলএ থেকে উড়ে এসেছি শুধু শাকিরার জন্য। এবার দ্বিতীয়বারের মতো একই অভিজ্ঞতা হলো।”

তবে ভক্তদের একাংশ তাঁর পাশে দাঁড়িয়েছেন। এক ভক্ত লেখেন, “শাকিরা এমন বিভ্রান্তিকর পরিস্থিতির প্রাপ্য নন। তিনি একজন সংগ্রামী শিল্পী, এবং আমরা তাঁর ফিরে আসার অপেক্ষায় আছি।”

শাকিরার চলতি বিশ্ব সফরের নাম রাখা হয়েছে ওম্যান নো লংগার ক্রাই’, তাঁর সাম্প্রতিক অ্যালবামের নাম অনুসারে। এই অ্যালবামে নারীর আত্মবিশ্বাস, স্বাধীনতা ও পুনর্জাগরণের বার্তা তুলে ধরেছেন গায়িকা। অ্যালবামে নিজের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সম্পর্কের ভাঙন ও সেখান থেকে উঠে দাঁড়ানোর গল্প গানে গানে ভাগ করে নিয়েছেন তিনি।

২০১৮ সালের পর এটিই তাঁর প্রথম পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ট্যুর। দীর্ঘ বিরতির পর তাঁর ফিরে আসা যেমন ভক্তদের রোমাঞ্চিত করেছে, তেমনি বারবার শো বাতিলের ঘটনায় সৃষ্টি হয়েছে হতাশা ও অনিশ্চয়তা। যদিও শাকিরা জানিয়েছেন, তিনি খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করে আবারও ভক্তদের সামনে ফিরবেন।

তথ্যসূত্র: বিবিসি, এএফপি, রয়টার্স।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। নিহতের পরিবারকে সহায়তার অংশ হিসেবে এই...

ক্যারিবিয়ানে ঘূর্ণিঝড় মেলিসার প্রভাব,৩০ জনের মৃত্যু

ক্যারিবিয়ান অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘মেলিসা’র প্রভাবে কমপক্ষে ৩০ জন নিহত এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। জ্যামাইকা ও হাইতিতে ব্যাপক বন্যা ও জলোচ্ছ্বাসের...

Related Articles

শাহরুখের ‘কিং’ সিনেমায় তারকাদের মেলা

বলিউডের বাদশাহ যখন নতুন সিনেমার ঘোষণা দেন, তখন সেটি আর শুধুমাত্র খবর...

‘পাকিস্তান আইডল’ থিয়েটার রাউন্ড: কারা জিতবেন বিচারকদের হৃদয়?

পাকিস্তানের সবচেয়ে বড় সঙ্গীত অনুষ্ঠান ‘পাকিস্তান আইডল’ এবার থিয়েটার রাউন্ডে প্রবেশ করেছে।...

বিচারের দাবিতে সালমান ভক্তরা মাঠে নামবে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার...

আদালতে ন্যায়ের লড়াই: ‘হক’-এ ইয়ামি গৌতম ও ইমরান হাশমির তীব্র সংঘর্ষ

বলিউডে আবারও ফিরছে শক্তিশালী সামাজিক বার্তাসমৃদ্ধ গল্প। পরিচালক সুপর্ণ এস. ভার্মা এবার...