Home জাতীয় দুর্ঘটনা উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ আরো এক শিশুর মৃত্যু
দুর্ঘটনা

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ আরো এক শিশুর মৃত্যু

Share
Share

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত চতুর্থ শ্রেণির ছাত্রী তাসনিম আফরোজ আইমান (১০) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে। শিশুটির দেহের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার মৃত্যুর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাতাস।

তাসনিম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সোমবার সকালে স্কুল চলাকালে উত্তরায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তার ধ্বংসাবশেষে দগ্ধ হয় তাসনিম। দগ্ধ অবস্থায় শিক্ষকের মোবাইল থেকে ফোন করে সে দুর্ঘটনার কথা জানায় দাদি রুমা বেগমকে। খবর পেয়ে তড়িঘড়ি করে স্কুলে ছুটে যান বাবা ইসমাইল হোসেন ও মা আয়েশা আক্তার। পরে মেয়েকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

তাসনিমের বাবা ইসমাইল হোসেন একজন আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী। তিনি সকালে মেয়েকে স্কুলে দিয়ে কাজে যান। তাসনিমের মৃত্যুর খবর পেয়ে পাড়ায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। তাসনিমের বাবা বলেন, “আমার বুকের মানিককে কীভাবে কবরে রেখে যাব? আমি কাকে স্কুলে নিয়ে যাব? ছুটির দিনে কাকে নিয়ে ঘুরতে যাব?”

স্বজনেরা জানান, তাসনিমের মরদেহ প্রথমে ঢাকার উত্তরা ১৭ নম্বর সেক্টরের বাসায় নেওয়া হয়, সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর মরদেহ আনা হয় তার গ্রামের বাড়ি নারায়ণপুরে। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাসনিমের নানা নিজামুদ্দিন জানান, মাসের শুরুতে নাতনি মামার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। সে বলেছিল, পরেরবার হেলিকপ্টারে করে আসবে। সেই ইচ্ছা পূরণ না হলেও সে ফিরেছে নিথর দেহে—লাশবাহী গাড়িতে।

উত্তরার বিমান দুর্ঘটনার তদন্ত এখনো চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। তবে এরই মধ্যে এক প্রাণহানির ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবার ও সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন ও কষ্টের জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ

ব্রিটেনের রাজধানী লন্ডনের মধ্যাঞ্চলে অভিবাসনবিরোধী এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ মিছিলের নেতৃত্ব দেন বিতর্কিত...

জাকসু নির্বাচনে নজির: একসঙ্গে জয়ী স্বামী-স্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে একই সঙ্গে জয়ী হয়ে নজির গড়েছেন এক দম্পতি। শিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা...

Related Articles

ফ্যানে ঝুলছিল যুবকের লাশ, স্ত্রী-মেয়ের মরদেহ পড়ে ছিল বিছানায়

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে। রোববার বিকেলে স্থানীয়...

পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সৈন্য ও ১৩ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের তীব্র হামলায় অন্তত ১২ সেনা নিহত...

নেত্রকোণায় স্পিডবোট দুর্ঘটনা: আরও দুই মরদেহ উদ্ধার

নেত্রকোণার খালিয়াজুরীর ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজের প্রায় দেড় দিন পর আরও...

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার উত্তরণ...