কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের সদস্যদের’ গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দুই ভাই। এর মধ্যে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে একজনের। উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল পাহাড়ি এলাকায় সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল এলাকার ইসহাক আহমদের ছেলে নুরুল আমিন প্রকাশ বাবুল (৪৫)। তার ভাই মোহাম্মদ হাসান (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, একদল ডাকাত সোমবার রাত ৯টার দিকে ইসহাক আহমদের বাড়িতে হানা দেয়। নিয়ে যায় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যমান জিনিসপত্র। বাধা দিলে গুলি ছোড়ে ডাকাতরা।
এতে গুলিবিদ্ধ হন দুই ভাই নুরুল আমিন ও মোহাম্মদ হাসান। স্থানীয় লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ডাকাতরা। পরে গুলিবিদ্ধ দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নুরুল আমিন। এ ঘটনায় আহত মোহাম্মদ হাসান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । এটি ডাকাতি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আহত ব্যক্তির সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।’
Leave a comment