রিসেপ তাইয়্যেপ এরদোগানের (তুরস্কের ইস্তাম্বুলের মেয়র ও প্রেসিডেন্ট) অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে কারাগারে পাঠানো হয়েছে। আটকের পাঁচদিনের মাথায় রোববার (২৩ মার্চ) তাকে আনুষ্ঠানিকভাব গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তুরস্কের একটি আদালত।
গত বুধবার (১৯ মার্চ) দুর্নীতি ও একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তাসহ বেশ কিছু অভিযোগে তুর্কি কর্তৃপক্ষ তাকে আটক করে। এ ঘটনায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। যা গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
রোববার চলমান বিক্ষোভের মধ্যে ইমামোগলুকে কারাগারে পাঠানো হয়। আদালত জানিয়েছে, দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ইমামোগলু ও আরও অন্তত ২০ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সন্ত্রাস-সম্পর্কিত তদন্তের বিষয়ে আদালতের রায় এখনও জারি করা হয়নি।
Leave a comment