Home আন্তর্জাতিক ইসরায়েল হামলা করলে আমরা গভীরে আঘাত করব: ইরান
আন্তর্জাতিক

ইসরায়েল হামলা করলে আমরা গভীরে আঘাত করব: ইরান

Share
Share

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর দেশ ইসরায়েলের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আল–জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েল যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমরা তা প্রতিহত করব। আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের গভীরে আবারও আঘাত হানার সক্ষমতা রাখে।’ ইরান-ইসরায়েল ১২ দিনের সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, এই যুদ্ধবিরতিকে ইরান টেকসই বলে মনে করছে না এবং ভবিষ্যৎ নিয়ে তাঁর আশাবাদ একেবারেই সীমিত। তাঁর মতে, ইসরায়েলের হঠাৎ হামলায় ইরান যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি পাল্টা আঘাতে তেহরানও ইসরায়েলকে মারাত্মকভাবে ক্ষত দিয়েছে—যদিও তেল আবিব এই ক্ষয়ক্ষতি লুকিয়ে রেখেছে। ইরানি প্রেসিডেন্ট জানান, তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের আক্রমণ দেশটির নেতৃত্ব কাঠামো ধ্বংসের একটি অপচেষ্টা ছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে।

পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক সক্ষমতা উন্নয়নের প্রকল্প কোনোভাবেই থামবে না। তিনি বলেন, এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের সীমারেখার মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই চালানো হচ্ছে। তাঁর ভাষায়, ‘আমরা পারমাণবিক অস্ত্র চাই না, কারণ এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও মানবিক অবস্থানের বিরুদ্ধেই যায়।’

মাসুদ পেজেশকিয়ান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে বলেন, ‘ট্রাম্প বলেছেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে। এটি একটি ভুল ধারণা।’ তিনি জানান, ইরান কূটনীতিকে সমর্থন করে, তবে সেটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে—জোরজবরদস্তি মেনে নেওয়া হবে না।

সাম্প্রতিক ইসরায়েল-ইরান উত্তেজনার পটভূমিতে এই বক্তব্যকে তেহরানের কূটনৈতিক হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরান সরাসরি সামরিক প্রস্তুতির বার্তা দিয়ে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব রাজনীতির দিকেই নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন দুর্ঘটনা : নিহত ফাতেমার গ্রামজুড়ে শোকের ছায়া

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের (৯) দাফন সম্পন্ন হয়েছে। বাগেরহাটের চিতলমারী...

নেত্রকোণায় বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাজেদার

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে মাজেদা বেগম নামে এক বৃদ্ধার। উপজেলার রায়পুর ইউনিয়নের আড়ই তাতিয়র গ্রামে মঙ্গলবার (২২...

Related Articles

বিশ্বজুড়ে স্টারলিংক ইন্টারনেট সেবায় বিরল বিভ্রাট

ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক তাদের ইতিহাসের অন্যতম বড়...

মিশরের প্রেসিডেন্ট সিসির চাপে ইসরায়েলবিরোধী বিবৃতি প্রত্যাহার করল আল–আজহারের ইমাম

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয়কে ‘গণহত্যার উদ্দেশ্যে অনাহার’ বলে অভিহিত করে...

টেসলার বিদ্যুৎ বন্ধ হতেই গাড়ির ভিতর পুড়ে মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাইটাউনে ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন এক ব্যক্তি, যখন তাঁর...

উত্তরায় বিধ্বস্ত বিমানে শোক জানালেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জাইদি

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন...