ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাধা কুকুর’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (১৬ জুলাই) এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি ।
যেকোনও নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতে দেয়া জবাবের চেয়েও তেহরানের বেশি সক্ষমতা রয়েছে। কখনওই শত্রুর সামনে দুর্বল নয় ইরান। কারণ সামরিকসহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা তেহরানের রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার বাঁধা কুকুরের ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। ইহুদি রাজ্যটি একটি ক্যান্সার এবং আমেরিকা তার অপরাধের সহযোগী বলেও তিনি মন্তব্য করেন। খামেনি বলেন, আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং সংঘাতও চাইনা। তবে শত্রুপক্ষ আঘাত করলে জবাব বিধ্বংসী হবে। সে বিষয়ে যেন অবগত থাকে সবাই।
তিনি কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার প্রশংসাও করেন । বলেন, আমেরিকার স্পর্শকাতর স্থানে তেহরানের অভিযান, সক্ষমতার একটি নমুনা মাত্র।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই পারমাণবিক চুক্তির জন্য ইরানকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তে রাজি না হলে কোনো চুক্তি নয় বলে অনড় অবস্থানে রয়েছে তেহরান।
Leave a comment