ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য এ পদে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।
মঙ্গলবারের (১৭ জুন) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল তেহরানে হামলা করে আইআরজিসি’র খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যা করেছে। এ তথ্য জানিয়েছে দখলদারদের সামরিক বাহিনী । শাদমানিকে ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার (১৩ জুন) খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান ঘোলাম আলী রশিদকে ইসরায়েল হত্যা করার পর এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল শাদমানিকে।
এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সবচেয়ে উঁচু পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। তিনি ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খামেনির অধীনে কাজ করতেন। তার সঙ্গে আরও নিহত হন অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলামরেজা মেহরাবি।
Leave a comment