ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে এবং ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় আয়োজিত হচ্ছে এক জরুরি আন্তর্জাতিক সম্মেলন। আগামী ১৫ ও ১৬ জুলাই বোগোটায় অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ, স্পেন, আয়ারল্যান্ড, চীন, তুরস্ক, কাতারসহ বিশ্বের ২০টির বেশি দেশ। কূটনৈতিক সূত্র জানায়, সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট আইনি, কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।
সম্মেলনটির আয়োজন করছে ‘দ্য হেগ গ্রুপ’, যার যৌথ সভাপতিত্ব করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল ও তার মিত্রদের মাধ্যমে চলমান যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক প্রতিক্রিয়া গড়ে তুলতেই এ প্ল্যাটফর্ম গঠিত হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে প্রতিষ্ঠিত দ্য হেগ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য আটটি দেশ—বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী রোলান্ড লামোলা বলেন, “বোগোটায় আমরা একটি শক্ত বার্তা দিতে চাই—কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয়। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আমাদের কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।”
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২১ লাখ মানুষ। মানবিক সহায়তা সংকট, খাদ্য ও চিকিৎসার অভাব, এবং একাধিকবার বাস্তুচ্যুতির মতো অবর্ণনীয় দুঃখজনক পরিস্থিতির মধ্যেই সম্মেলনটির আহ্বান এসেছে।
বোগোটার এ সম্মেলনে উপস্থিত থাকবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের একাধিক প্রতিনিধি, যাঁদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ, ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি, স্বাস্থ্য অধিকারবিষয়ক বিশেষ দূত ত্লালেং মোফোকেং প্রমুখ।
সম্মেলনে অংশ নিতে সম্মত দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, উরুগুয়ে ও ফিলিস্তিন।
গ্রুপটির সদস্যদের একাধিক দেশ ইতোমধ্যেই একতরফাভাবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ এনেছে, নামিবিয়া ও মালয়েশিয়া ইসরায়েলি অস্ত্রবাহী জাহাজ আটক করেছে, এবং কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
গ্রুপটির সমন্বয়ক ভার্শা গান্দিকোটা-নেলুটলা বলেন, “যেসব রাষ্ট্র আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মানতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্যই এই জোট গঠন করা হয়েছে। এখন মুখের প্রতিবাদ নয়, বরং বাস্তবিক পদক্ষেপের সময়।”
বোগোটার এই সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ আরও জোরালো হবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা। একইসঙ্গে এটি হতে পারে ফিলিস্তিনিদের পক্ষে বৈশ্বিক সংহতির একটি দৃঢ় বার্তা।
Leave a comment