নিজের দেশ, নিজের মাটি বাঁচাতে গলায় সুর তুলে গান গেয়েছিল সে। যেই গান ছড়িয়ে পড়েছিল চারদিকে—হয়ে উঠেছিল ভাইরাল। সে কণ্ঠ হাজারও মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল।
যে ছেলেটি গাজার রক্তাক্ত বাস্তবতা ও যুদ্ধবিধ্বস্ত জীবনের করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিল, সেই হাসান আলা আয়াদ আজ আর নেই।
এই মিষ্টি কণ্ঠের ফিলিস্তিনি শিশু ইসরায়েলের চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছে। নিহত হাসান গাজার নুসাইরাত শহরের বাসিন্দা ছিলেন। গত ৫ নভেম্বর শহরটিতে চালানো এক বিমান হামলায় মৃত্যু হয় তার।
শিশুশিল্পী হিসেবে পরিচিত হাসান আলা আয়াদ কেবল সুরেই আবেগ প্রকাশ করত না, বরং সে ছিল গাজার শহীদ ও নিহতদের পক্ষের কণ্ঠস্বর। তার গান ছিল প্রতিবাদের ভাষা, জীবনের জয়গান এবং নিপীড়নের বিরুদ্ধে এক দৃঢ় উচ্চারণ।
গাজায় এবং বিশ্বজুড়ে তার অনুসারীদের মাঝে হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
তার গাওয়া গান ও মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন—”সে গেয়েছিল গাজার পক্ষে, আজ সেই গাজা তাকে নিজের বুকে শুইয়ে দিয়েছে।”
Leave a comment