ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় আরও ৮৬ জন নিহত হয়েছেনএবং আহত c আরও অন্তত ২৮৭ জন।
এতে করে উপত্যকাটিতে মোট নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
বার্তাসংস্থা আনাদোলু শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে
বার্তাসংস্থা আনাদোলু বলছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৬০৯ জনে পৌঁছেছে।
আহত আরও ২৮৭ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় ১ হাজার ২৪৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় পৌনে ৩ হাজার জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এর আগে ইসরায়েল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর দুই মাস যেতে না যেতেই মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
Leave a comment