ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আদালতের রায়ে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেন। এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এরই মধ্যে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, নিজেও সাংসদ পদ ফিরে পাওয়ার দাবি তুলেছেন। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’
হিরো আলমের এই বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক নেটিজেন তাঁর দাবিকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন, ‘ইশরাক যদি মেয়র হতে পারেন, তাহলে হিরো আলম কেন নয়?’ কেউ কেউ বলছেন, এটি একটি ন্যায্য দাবি, আবার অনেকে বিষয়টিকে হাস্যকর হিসেবেও দেখছেন।
উল্লেখ্য, হিরো আলম এর আগে একাধিকবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০২৩ সালে তিনি ঢাকা-১৭ ও বগুড়ার দুটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। যদিও ভোটের ফলাফল তাঁর অনুকূলে আসেনি, তিনি বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন।
রাজনীতিতে সক্রিয় থাকলেও কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, আর রাজনীতিতে নেই এবং মিডিয়াতেই থাকতে চান। তবে আদালতের এই নতুন রায়ের পর ফের এমপি পদ ফিরে পাওয়ার দাবি করে তিনি নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। এখন দেখার বিষয়, তাঁর এই দাবির বিষয়ে রাজনৈতিক মহল কী প্রতিক্রিয়া জানায়।
Leave a comment