আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোতে এবার উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। এর আগে তার শোতে মেজর ডালিমকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, যা দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।
সোমবার (২০ জানুয়ারি), ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে কর্নেল (অব.) রাশেদ চৌধুরীর ছবি শেয়ার করে জানান, অনুষ্ঠানের প্রচারিত সময় হবে আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার রাত ৯টা। এটি সরাসরি তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সম্প্রচারিত হবে। ইলিয়াস স্ট্যাটাসে উল্লেখ করেন, “‘৭৫-এর আরেক বীর যোদ্ধার সঙ্গে দেখা হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।”
এ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া। অনেকেই কর্নেল রাশেদের অংশগ্রহণকে ঐতিহাসিক এবং প্রাসঙ্গিক হিসেবে দেখছেন।
নুরুজ্জামান খান নামের একজন মন্তব্য করেছেন, “উনি বাংলার শ্রেষ্ঠ সন্তান। উনাদের ইতিহাস আমাদের বইতে নেই। সব মুজিবের ইতিহাস দিয়ে ভরে রাখা হয়েছে।” ইয়ামিন মাহমুদ লিখেছেন, “ইনশাআল্লাহ অপেক্ষায় আছি। জাতির সামনে সত্য তুলে ধরার সময় এখনই।” অন্যদিকে, আরজে আদনান সাকিব মন্তব্য করেছেন, “ইনি মুজিবকে জয় বাংলা করা কর্নেল রাশেদ চৌধুরী।”
কিছু মন্তব্যে টক শোয়ের প্রাসঙ্গিকতা এবং ইলিয়াস হোসেনের সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করা হয়েছে। মি. জিসান আহমেদ লিখেছেন, “সত্য সংবাদ প্রকাশে নির্ভীক, সাহসী এবং বিচক্ষণ সাংবাদিক ইলিয়াস হোসেন! এমন দেশপ্রেমিক লোক প্রতিটি ঘরে দরকার।”
আগামী ২৪ জানুয়ারি ইলিয়াস হোসেনের টক শোতে কর্নেল (অব.) রাশেদ চৌধুরীর উপস্থিতি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক আলোচনার মঞ্চ হবে বলে অনেকে প্রত্যাশা করছেন।
Leave a comment