Home আন্তর্জাতিক ইরানে মার্কিন হামলার জন্য ভারত কি তাদের আকাশসীমা খুলে দিয়েছিল?
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাজ্য

ইরানে মার্কিন হামলার জন্য ভারত কি তাদের আকাশসীমা খুলে দিয়েছিল?

Share
Share

ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভারতের। জানা গেছে, মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ব্যবহার করেছে ভারতীয় আকাশসীমা

আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে রবিবার একাধিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন এই অভিযানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা – ফোরদো, নাতানজ এবং ইসফাহানে হামলা চালানো হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সূত্র দাবি করেছে, মার্কিন বিমান বাহিনীর কৌশলগত বোমারু বিমানগুলি পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ থেকে রওনা হয়ে আন্দামান সাগর অতিক্রম করে। এরপর আরব সাগরের মধ্য দিয়ে ইরানের কাছে তাদের স্ট্রাইক জোনে পৌঁছানোর আগে মধ্য ভারতের আকাশসীমা অতিক্রম করে।

এই রুটটি ১৫° উত্তর, ১৪৫° পূর্ব (গুয়াম), ১০° উত্তর, ৯৫°–১০০° পূর্ব (আন্দামান সাগর), ২০° উত্তর, ৭৫°–৮০° পূর্ব (মধ্য ভারত) অতিক্রম করে ২৫°–৩০° উত্তর, ৬০°–৬৫° পূর্ব (ইরানের সীমান্তের কাছে) এর আশেপাশের স্থানাঙ্কগুলিকে অন্তর্ভুক্ত করে বলে জানা গেছে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা ভারতীয় আকাশসীমা ব্যবহারকে এই অঞ্চলে নয়াদিল্লীর ক্রমবর্ধমান কৌশলগত ভূমিকার একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ সংকেত বলে অভিহিত করেছেন। স্থানীয় একজন বিশ্লেষক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘‘মার্কিন বোমারু বিমানের ভারতীয় আকাশসীমা ব্যবহারের প্রতিবেদন আঞ্চলিক নিরাপত্তার হিসাব-নিকাশে একটি নতুন অধ্যায় চিহ্নিত করতে পারে।’’
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই তথ্য সামনে আসার পর শুরু হয়েছে তোলপাড়। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় এই বিশ্বাসঘাতকতার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

বাংলাদেশের জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক মেহেদী হাসান পলাশ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, চায়নার লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে চাবাহার বন্দর ভারতের হাতে তুলে দিয়েছিল ইরান।

বিপদের দিনে সেই চায়না আজ প্রযুক্তিগত সহযোগিতা দেয়ার জন্য ইরানি বন্দরে জাহাজ পাঠিয়েছে । আর ভারত তার বিশ্বাসের দারুন মূল্য দিচ্ছে। কেবল মোসাদের অপারেটিভ হিসেবে ইরানের ভিতর হামলা নয়, মার্কিন হামলায় আকাশ সহযোগিতাও দিচ্ছে তারা। আজকে যারা ডিপি ওয়ার্ল্ডের নামে চট্টগ্রাম বন্দর মার্কিন- ভারতীয় কর্মকর্তাদের হাতে তুলে দিতে চান তাদের জন্য এটা একটা বড় শিক্ষা।

যদিও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারত সরকার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরকে স্পষ্টভাবে অস্বীকার করেছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক ইউনিট দাবিগুলিকে “ভুয়া” বলে দাবি করেছে। পিআইবি স্পষ্ট করে জানিয়েছে, “অপারেশন মিডনাইট হ্যামারের সময় ভারতীয় আকাশসীমা ব্যবহার করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।”

উল্লেখ্য, ২১ জুন রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা শান্তিতে রাজি না হয় তবে আরও ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভোলায় পুকুরে ডুবে প্রাণহানি ঘটল দুই শিশুর  

ভোলায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। ভোলা সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নে মঙ্গলবার (১ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে। মৃতরা হলো-...

ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের...

Related Articles

নিজ শিশুকন্যাকে হত্যা করেছে ভারতীয় চিকিৎসক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় ছুটি কাটাতে গিয়ে চার বছর বয়সী শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র...

মুম্বাইয়ের ১,৫০০ মসজিদ থেকে মাইক সরিয়েছে পুলিশ

ভারতের মুম্বাই শহরে প্রায় ১,৫০০ মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে পুলিশ প্রশাসন...

ভারতে ১৬ বছরের ছাত্রকে যৌন নির্যাতন, আটক শিক্ষিকা

৪০ বছর বয়সী এক শিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রকে এক...

উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে রাশিয়ায়

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে নতুন করে ২৫ থেকে ৩০ হাজার...