তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ইরাকে একটি গুহায় অনুসন্ধান অভিযানের সময় মিথেন গ্যাসের সংস্পর্শে এসে প্রাণ হারিয়েছেন বারো তুর্কি সেনা । বার্তা সংস্থা রয়টার্স সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র বিরুদ্ধে অভিযানে অংশ নেয়া এক সেনার মরদেহ উদ্ধার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেনাটি ২০২২ সালে পিকেকে সদস্যদের হামলায় মারা যান।
বিবৃতিতে আরো জানানো হয়, গুহাটিতে অনুসন্ধান চলাকালে মিথেন গ্যাসের সংস্পর্শে আসেন মোট ১৯ জন সেনা । তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় ১১ জনকে, কিন্তু ৮ জনকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে প্রাণ হারান আরো ৪ জন।
ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত শেষ করতে শান্তি আলোচনা চলছে পিকেকে-র সঙ্গে। ১৯৮৪ সালে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।
সূত্র: রয়টার্স
Leave a comment