ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (৩ আগস্ট) নৌকাটি ডুবে যায় বলে ইয়েমেনে আইওএম প্রধান আবদুসত্তার ইসোয়েভ জানিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ১৫৪ জন ইথিওপিয়ান অভিবাসী ছিলেন।
তিনি জানান, মাত্র ১২ জন মানুষ কোনোভাবে জাহাজের ধ্বংসাবশেষ ধরে প্রাণে বাঁচেন। ইতিমধ্যে ৫৪ জনের মরদেহ কানফার জেলায় পাওয়া গেছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে শনাক্ত করে হাসপাতালে রাখা হয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষও ৫৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানান, শাকরা শহরে নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। এছাড়া যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আফ্রিকা থেকে সমুদ্রপথে ইয়েমেনে প্রবেশ অভিবাসীদের জন্য একটি সাধারণ রুট হলেও, পথটি অত্যন্ত বিপজ্জনক। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নৌযানের অনিরাপদ অবস্থা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়।
আইওএম জানায়, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী ইয়েমেনে প্রবেশ করেছেন। আগের বছর এই সংখ্যা ছিল প্রায় ৯৭ হাজার ২০০ জন ।
সূত্র: আল জাজিরা
Leave a comment