ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রয়েছেন ১৬ জন কারাবন্দি ও একজন অন্তঃসত্ত্বা নারী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন
এমন একটি সময়ে এ হামলা চালানো হলো, যার এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করতে ‘১০-১২ দিনের সময়সীমা’ বেঁধে দিয়েছেন। এর আগে রাশিয়াকে এমন শান্তিচুক্তি করার জন্য ৫০ দিন সময় দিয়েছিলেন।
জাপোরিঝিয়া অঞ্চলের মিলিটারি প্রশাসন-প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, এক রাতের মধ্যে তার অঞ্চলে মোট আটটি বিমান হামলা চালানো হয়। সেখানে একটি কারাগারে বিস্ফোরণে ১৬ বন্দি মারা যান ও আহত হন ৩৫ জন। ফেদোরভ এ ঘটনাকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।
জেলেনস্কি জানান, ডনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরের একটি হাসপাতালকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে নিহত হয়েছেন ৩ জন , যাদের একজন ছিলেন অন্তঃসত্ত্বা নারী।
সিনেলনিকোভে জেলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সেই অঞ্চলের প্রশাসক সের্গি লিসাক জানিয়েছেন । ওডেসা অঞ্চলের ভেলিকা মিখাইলিভকা গ্রামে নিহত হয়েছে ৭৫ বছর বয়সী নারী ও ৬৮ বছর বয়সী একজন পুরুষ আহত হয়েছে। হামলায় একটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মোট ৫৪টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে রোস্তভ অঞ্চল লক্ষ্য করে ১২টি হামলা চালানো হয়েছিল।
সূত্র: আল-জাজিরা
Leave a comment