যুক্তরাষ্ট্রের তত্ত্বাধানে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে স্বাধীনতাকামী শাসক দল হামাস ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা বলেছে দলটি।
রোববার (১১ মে) হামাসের দেওয়া এক বিবৃতির বরাতে বিবিসি, আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ওই বিবৃতিতে হামাস জানায়, ‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে।’
তবে হামাসের বিবৃতিতে ২১ বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে।
ইসরাইল গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ সব সাহায্য প্রবেশ বন্ধ করে রেখেছে । গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েল সফর করবেন।
জানা গেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি কাতারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা করেছে। কর্মকর্তা বলেন, বেশ কয়েক দিন ধরে আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সাহায্য প্রবেশকে সহজতর করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।
তেল আবিবে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস তাকে ধরে নিয়ে যায়।
Leave a comment