বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন না পেয়ে নিজেকে “বৈষম্যের শিকার” বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন।
সোমবার (৭ এপ্রিল) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক কামরুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বর ত্যাগ করার সময় ব্যারিস্টার সুমন সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা তাও উনি জামিন পেয়েছেন। আমার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই, তাও আমি জামিন পাই না। আমি বৈষম্যের শিকার। আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি।”
কারাগারে নেওয়ার পথে আরও কথা বলেন এই আলোচিত সাবেক এমপি। তিনি বলেন,“সব মানুষ যেন ভালো আচরণ করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে, এটাই আমার চাওয়া।”এছাড়া তিনি তাঁর নির্বাচনী এলাকার ক্রীড়াঙ্গন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,“আমাদের এলাকার ফুটবল যেন নষ্ট না হয়।”
উল্লেখ্য, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়, যার তদন্ত এখনও চলমান। মামলায় তাঁর বিরুদ্ধে সহিংসতা ও উসকানির অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। তবে তাঁর পক্ষের আইনজীবীরা দাবি করছেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ব্যারিস্টার সুমন একজন স্বতন্ত্র ও ক্রীড়ামুখী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি ফুটবল উন্নয়নে অবদান রাখার জন্য ব্যাপকভাবে আলোচিত হন।
Leave a comment