সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাংলাদেশের বর্তমান “নোংরা, পচা, নষ্ট রাজনীতিতে” ফিরে আসার কোনো ইচ্ছা বা আগ্রহ নেই তার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল যে, সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হতে পারে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকেই এই খবর ছড়াতে থাকে। তবে এবার রাজনীতিতে ফেরার কথা অস্বীকার করলেন সোহেল তাজ। রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, ‘আমাকে একা ছেড়ে দেন। আমার বাংলাদেশের এই নোংরা ,পচা নষ্ট রাজনীতিতে আসার কোনো ইচ্ছা বা আগ্রহ নাই।’
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন, ‘আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সাথে আমার কোনো আলোচনা হয়নি। আমি এই ব্যাপারে কিছুই জানি না। তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।”
আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজ- লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন সোহেল তাজ।
Leave a comment