কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যকার উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে টানা তৃতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে।
এনডিটিভির দাবি, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। শনিবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ‘ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের’ ঘটনা ঘটে। ভারতীয় সেনারাও হালকা অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে জবাব দিয়েছে।
প্রসঙ্গত , গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর থেকেই ভারত সরকার পাকিস্তানকে দোষারোপ করে আটারি স্থল সীমান্ত এবং ঐতিহাসিক সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত, ওয়াগা সীমান্ত বন্ধ, সব ধরনের বাণিজ্য স্থগিতের পাশাপাশি ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।
এ ছাড়া দু’দেশই সার্ক ভিসা বাতিল করে অন্য দেশের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। এ নিয়ে গত দু’দিনে ২৭২ পাকিস্তানি নাগরিক আটারি সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন। অন্যদিকে, পাঞ্জাবে অবস্থিত আন্তর্জাতিক সীমান্ত ক্রসিং দিয়ে পাকিস্তান থেকে ফিরেছেন ১৩ কূটনীতিক, কর্মকর্তাসহ ৬২৯ জন ভারতীয়।
নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণ অনুসারে, গত সপ্তাহে কাশ্মীরে ভয়াবহ হামলার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন।কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের রাজধানীর ১০০টি মিশনের কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের জন্য আবেদন করেছেন। আলোচনা সম্পর্কে অবগত চারজন কূটনীতিকের মতে, নয়াদিল্লি তার চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিস্থিতি তৈরি করছে বলে মনে হচ্ছে। পাকিস্তানের নাম না নিয়ে মোদি এক ভাষণে জড়িতদের কঠোর শাস্তি এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন। কাশ্মীরেও ভারতীয় বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। শত শত মানুষকে গ্রেপ্তার এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ভারত কোনো কিছু না জানিয়েই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে। ফলে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক বিবৃতিতে নদীপারের বাসিন্দাদের সতর্ক করেছে। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে নদীপারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার হুমকিতে
রয়টার্সের খবরে বলা হয়েছে,পাকিস্তানে কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার হুমকিতে । সিন্ধু নদ থেকে সামান্য দূরের একটি সবজি ক্ষেতে কাজ করা ৪০ বছর বয়সী হোমলা ঠাকুর বলেন, ‘যদি তারা পানি বন্ধ করে দেয়, তাহলে এই পুরো এলাকা, পুরো দেশ থর মরুভূমিতে পরিণত হবে। আমরা না খেয়ে মরব।’ তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নয়াদিল্লির অবিলম্বে পানির প্রবাহ বন্ধ করার মতো সক্ষমতা নেই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন । দ্য হিন্দুর এক প্রতিবেদন অনুসারে, পাকিস্তান পেহেলগামে সন্ত্রাসী হামলার তদন্তে রাশিয়া, চীন এবং অন্য পশ্চিমা দেশগুলোর সম্পৃক্ততা চায় ।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামলা প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি মনে করি, রাশিয়া, চীন বা পশ্চিমা দেশগুলো এই সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তারা একটি তদন্ত দল গঠন করতে পারে।
Leave a comment